প্রধান শিরোনামবিশ্বজুড়ে

মাস্ক পরা নিয়ে ফের সুর পাল্টালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মহামারি করোনা মধ্যে মাস্ক পরা নিয়ে আবারো সুর পাল্টালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার সংক্রমণ রুখতে সকলকে পাবলিক প্লেসেও মাস্ক পরতে হবে। যদিও এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল যে, অসুস্থ না হলে মাস্ক পরার দরকার নেই।

স্থানীয় সময় শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, নতুন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে আক্রান্তের ড্রপলেট ছড়ানোয় বাধা তৈরি করতে পারে মাস্ক। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনা ভাইরাস বিশেষজ্ঞ ডা. মারিয়া ভ্যান কেরখোভে জানায়, করোনা রুখতে কাপড়ের মাস্ক পরতে হবে। কারণ এটি ভাইরাস রুখতে বেশি কার্যকরী।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ লাখ মানুষ। মারা গেছেন প্রায় ৪ লাখ মানুষ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close