বিশ্বজুড়ে

মাস্ক পরা বাধ্যতামূলক করল ইতালি সরকার

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইতালিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ইতালি সরকার।

আগামী ১০ জানুয়ারি থেকে স্কুল বন্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে বিভাগগুলোর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘন্টায় ইতালিতে করোনায় আক্রান্তের হার ১১ দশমিক ৫ শূন্য থেকে কিছুটা কমে ৯ ভাগে এসে দাঁড়িয়েছে। তবে আক্রান্ত ৩০ হাজারের ওপরে।

এমন পরিস্থিতিতে ওমিক্রনের বিস্তার ঠেকাতে পুরো দেশের সার্জিক্যাল মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করেছে। সরকারের এমন নির্দেশে হঠাৎ করে দেশটিতে সার্জিক্যা মাস্কের সঙ্কট দেখা দিয়েছে। বাংলাদেশি মুদ্রায় ১০০ টাকাতেও মিলছে এই মাস্ক।

বাস ও মেট্রোসসহ যেকোনো গণপরিবহনে মাস্ক ছাড়া মিলছে না ভ্রমণের সুযোগ। বিমানের ক্ষেত্রে আরো বেশি কড়াকড়ি। সোমবার রোমের লিওনার্দো দা ভিঞ্চি বিমানবন্দরে মাস্ক না থাকায় অনেক যাত্রীকে বিমানে উঠতে দেয়া হয়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এদিকে ইতালিতে প্রবেশের ক্ষেত্রে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সময়সীমা ৩ থেকে ৫ দিন করার একটি প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। তবে আক্রান্তের সংখ্যা গড়ে প্রতিদিন ৫০ হাজার ছাড়ালে স্কুল বন্ধ করা হতে পারে এমন ঘোষণা থাকলেও ইতালির স্থানীয় প্রশাসনকে স্কুল বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Close
Close