দেশজুড়ে

ভারতের সাথে ডিজিটাল চ্যানেলে পেমেন্ট চালু হবে: পলক

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের সাথে দ্রুতই ডিজিটাল চ্যানেলে পেমেন্ট চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠকে বসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে সাংবাদিকদের এ কথা জানানো হয়। সাইবার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ-ভারত একসাথে কাজ করবে বলেও জানান তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই বাংলাদেশের ‘টাকা পে’ ও ভারতের ‘রুপি পে’ এর মধ্যে ডিজিটাল চ্যানেলে পেমেন্ট শুরু হবে। এতে হুন্ডি ও অর্থপাচার বন্ধ হবে।

অপরদিকে, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সরকারকে স্বাগত জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে দুই দেশের জনগণ উপকৃত হয়েছে। দুই দেশের মানুষের অংশগ্রহণে তরুণদের কীভাবে আরও প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে ভারত পাশে থাকবে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close