দেশজুড়ে

কেন্দ্রে আসছেন ভোটাররা, পুরান ঢাকায় উৎসবের আমেজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ উৎসবের আমেজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পুরান ঢাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা আসতে শুরু করেছেন। ভোটকেন্দ্রের বাইরেও ভোটার এবং উৎসুক দর্শনার্থীরা জড়ো হয়েছেন।

শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

সকাল ৭টা ৫০ মিনিটে সূত্রাপুরের ৬৭৮ নম্বর কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা দু’একজন করে কেন্দ্রের সামনে আসছেন।

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ফারুকুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে তারা ভোট গ্রহণ শুরু করেন।

দুই হাজার ৯৭৫ জন ভোটার এই কেন্দ্রে ভোট দেবেন। এই সিটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে নূর তাপসসহ প্রায় সব প্রার্থীর পোলিং এজেন্ট এই কেন্দ্রে দেখা গেছে।

সকাল ৮টা ১০ মিনিটে পুরান ঢাকার ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব কেন্দ্রে দেখা যায় নারী ভোটারদের লাইন।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, ৩৪৯ জন ভোটার রয়েছে এই কেন্দ্রে। পোলিং এজেন্টরাও এসেছেন কেন্দ্রে।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে ও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা দেখা গেছে। বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রয়েছে সরব উপস্থিতি ।
/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close