দেশজুড়ে

কাউন্সিলর সোহেল হত্যা: ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঢাকা অর্থনীতি ডেস্ক: কুমিল্লায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগীকে হত্যা মামলার দুই আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নগরীর সংরাইশ এলাকায় সোমবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মামলার ৩ নম্বর আসামি সাব্বির হোসেন ও ৫ নম্বর আসামি মোহাম্মদ সাজেন।

পুলিশ জানায়, মামলার দুই আসামি সংরাইশ এলাকায় অবস্থান করছে, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। গোমতী নদীর বেড়িবাঁধের কাছে গোয়েন্দা ও থানা পুলিশের টিম পৌঁছালে আসামিরা এলোপাতাড়ি গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে দুই আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাইপ গান, গুলি উদ্ধার করা হয়েছে। কাউন্সিলর সোহেল ও তার সহযোগীকে হত্যা মামলায় এ পর্যন্ত ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এজাহারের বাইরে মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু নামের একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close