বিশ্বজুড়ে

আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহনের সামর্থ্য নেই বিশ্বের!

ঢাকা অর্থনীতি ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহন করার মতো সামর্থ্য বিশ্বের নেই।

মার্কিন বিমান হামলায় ইরানের অভিাজত কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে জানান, জাতিসংঘ মহাসচিব উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমনের জোরালো আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ মুহূর্তে সংশ্লিষ্ট নেতাদের অবশ্যই সর্বোচ্চভাবে সংযত থাকতে হবে। কারণ বিশ্বের ফের আরেকটি উপসাগরীয় যুদ্ধের ভার বহন করার সামর্থ্য নেই।’

শুক্রবার ভোরে ইরাকের বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কাসেম সোলাইমানিসহ কয়েকজন নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী সোলাইমানিকে হত্যা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিআইএ ও ইসরায়েলের মোসাদের হিটলিস্টে থাকা ‘বিশ্বের এক নম্বর জেনারেল’ সোলেইমানিকে একজন সন্ত্রাসী বিবেচনা করত ওয়াশিংটন।

সোলাইমানিকে হত্যার পর হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সোলাইমানি হত্যার ‘চরম প্রতিশোধ’ নেওয়া হবে।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close