প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

ময়লা-আবর্জনা ও ব্যানার-প্ল্যাকার্ড মুক্ত হল সাভারের ওভারব্রীজ

নিজস্ব প্রতিবেদকঃ সাভার বাসষ্ট্যান্ডের ওভারব্রীজ দুটিতে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার ও অর্ধশত ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লীনের উদ্যোগে এ কাজের উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র হাজী আবদুল গণি।

শুক্রবার(১১ অক্টোবর) এ পরিচ্ছন্ন কাজের শুরুতে মেয়র সংগঠনটির নবনিযুক্ত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। ঝাড়ু– হাতে পৌর মেয়র হাজী আবদুল গণির নেতৃত্বে ১০০জন স্বেচ্ছাসেবক প্রথমে সাভার বাসষ্ট্যান্ডের দক্ষিন পাশের ওভারব্রীজ হতে ২০টি ভাসমান দোকান উচ্ছেদ করেন। পরে পৌর মেয়রের উপস্থিতিতে স্বেচ্ছাসেবকগণ বাসষ্ট্যান্ডের দক্ষিন পাশের ওভারব্রীজ হতে ৩০টি ভাসমান দোকান উচ্ছেদ করেন।

এ সময় ওভারব্রীজ দুটিতে দীর্ঘ দিনের জমে থাকা ময়লা দুগন্ধযুক্ত আবর্জনা ও ঝুলে থাকা প্লাকার্ড,ব্যানার,ফেষ্টুন,পোষ্টারসহ নানা সামগ্রী অপসারন করা হয়।

এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিডি ক্লীনের ঢাকা জেলা উত্তরের কো-অর্ডিনেটর নেভী আদনান শুভ, সাভার চেইনের সদস্য আল আমিন মৃধা,ইয়াসিন খান,সাজ্জাদ আহমেদ নাঈম,আনাম তাহমিদ সজিব, পৌর আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মাসুদ,লিমা আক্তার প্রমুখ।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close