বিশ্বজুড়ে

যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে কর্মসংস্থানের প্রবৃদ্ধি কম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যুক্তরাষ্ট্রে, পূর্ববর্তী মাসগুলোর তুলনায় গতমাসে কর্মসংস্থানের প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম ছিল।

শুক্রবার (৭ জুন) শ্রম মন্ত্রণালয় থেকে জানা যায়, অকৃষি খাতে কর্মসংস্থানের সংখ্যা বাজারের পূর্বাভাষ প্রায় ১ লাখ ৮০ হাজারের চেয়ে অনেক কম প্রায় ৭৫ হাজার ছিল। এদিকে স্বাস্থ্য সেবা খাতে প্রায় ১৬ হাজার বৃদ্ধি পেলেও নির্মাণ খাতে কর্মসংস্থানের সংখ্যা মাত্র ৪ হাজার বৃদ্ধি পায়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, দেশে বেকারত্বের হার পূর্ববর্তী মাসের তুলনায় অপরিবর্তিত ৩.৬ শতাংশ এবং ১৯৬৯ সালের পর থেকে সর্বনিম্ন ছিল।

এ বিষয়ে বিশ্লেষকরা  বলেন, প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থানের ফলে শেয়ার বাজারে ফেডারেল রিজার্ভ বোর্ডের মুখ্য সুদের হার হ্রাসের পদক্ষেপের প্রতি আশাবাদ বৃদ্ধি পাচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close