দেশজুড়েপ্রধান শিরোনাম

রাজধানীর দিয়াবাড়িতে র‍্যাবের গুলিতে দুই সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র‍্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ২ সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাব-১ এর সাথে সন্ত্রাসী দলটির গুলি বিনিময় হয়।  এ সময় র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন, ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)।

ভোলার চরফ্যাশনের বক্কারপুরের ওয়াদুদ মাতাব্বরের ছেলে ওমর ফারুক। অন্যদিকে নরসিংদীর রায়পুরার ভেলুয়াচর এলাকার সুলতান মিয়ার ছেলে ইব্রাহিম খলিল। তারা দুজনই টঙ্গির দত্তপাড়ায় থাকতেন।

র‌্যাব-১ সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, দিয়াবাড়ি এলাকায় রাত আড়াইটার দিকে র‌্যাবের চেকপোস্ট ছিল। ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে যাওয়ার সময় র‌্যাব তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু তারা না থেমে মোটরসাইকেলের গতি বাড়িয়ে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করতে থাকে।

এতে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি করলে তারা দুজন গুলিবিদ্ধ হয়। পরে তাদেরকে সোহরওয়ার্দী হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযানের সময় ২ টি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close