দেশজুড়েপ্রধান শিরোনাম

লিবিয়ায় পাচার হওয়া ৯ জনকে ফিরিয়ে আনা হলো দেশে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ লিবিয়ার মিজদা শহরে মানবপাচারের শিকার আহত নয়জনকে বাংলাদেশে ফিরেয়ে এনেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার দুপুরে সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির অর্গানাইজড ক্রাইমের ডিআইজি আবদুল্লাহ হেল বাকী।

তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ ও লিবিয়ার যৌথ উদ্যোগে বোরাক এয়ারের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন।

দেশে ফিরিয়ে আনা আহতরা হলেন- ফিরোজ বেপারী, জানু মিয়া, ওমর শেখ, সজল মিয়া, তারিকুল ইসলাম, বকুল হোসেন, মোহাম্মদ আলী, সোহাগ আহমেদ এবং সাইদুল ইসৃলাম। আর যাদের আনা সম্ভব হয়নি তারা হলেন- বাপ্পীদত্ত, সম্রাট খালাসী ও সাজিদ।

ডিআইজি আবদুল্লাহ হেল বাকী জানান, ১২ জন ভিকটিমের মধ্যে নয়জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকী তিনজনকে আনা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছরের ২৮ মে লিবিয়ার মিজদা শহরে মানব পাচারকারীদের দ্বারা বর্বরোচিত হত্যাকাণ্ডে ২৬ জন বাংলাদেশি নিহত ও ১২ জন আহত হয়।

এ ঘটনায় মোট ২৬টি মামলা করা হয়। এর মধ্যে সিআইডি ১৫টি মামলার তদন্ত করছে। সেই সঙ্গে ৪৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বর্বরোচিত ওই ঘটনার পর আহত ভিকটিমদের দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে সিআইডি।

সিআইডির এই কর্মকর্তা আরো জানান, মামলার তদন্তের সময় অনেক আসামিই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিদেশে অবস্থানরত দালাল ও মূল আসামিদের গ্রেফতারের জন্য অচিরেই রেড নোটিশ জারি করা হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close