দেশজুড়েপ্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

রাবিতে চাকরিতে যোগদানের দাবিতে নিয়োগপ্রাপ্তদের অবস্থান কর্মসূচি

ঢাকা অর্থনীতি ডেস্ক: চাকরিতে যোগদানের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এর প্রশাসন ভবন ও রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার বাসভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সদ্য নিয়োগপ্রাপ্তরা।

শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তারা তালা ঝুলিয়ে অবস্থান নেন আন্দোলনকারীরা।

কাজে যোগদানের অনুমতি না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকাণ্ড চলতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা জানান, যতদিন কাজে যোগদান করতে না পারবে, ততদিন আন্দোলন চলবে বলেও জানান তারা।

প্রসঙ্গত, সরকারের নির্দেশনা উপেক্ষা করে গত ৬ই মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য ড. এম আবদুস সোবহান বিভিন্ন পদে অবৈধ ও বিধি বহির্ভূতভাবে ১৪১ জনকে নিয়োগ দেন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সন্তান, স্ত্রী ও স্বজন, ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাকর্মী ও সাংবাদিক রয়েছেন। ‘বিতর্কিত’ এই নিয়োগকে অবৈধ উল্লেখ করে ওইদিন সন্ধ্যায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করে গত ২৩ মে তদন্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে। এতে এ নিয়োগকে ‘অবৈধ’ উল্লেখ করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close