বিশ্বজুড়ে

দিল্লির নারীদের জন্য বিনামূল্যে মেট্রো-বাস পরিষেবা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যে, এখন থেকে দিল্লির নারীরা সরকারি বাস ও মেট্রোতে বিনা খরচে যাতায়াত করতে পারবেন।

আগামী তিন মাসের মধ্যেই এই সুবিধা চালু হবে বলে ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। তবে তার এমন ঘোষণার পর কেন্দ্রের তরফ থেকে এ বিষয়ে স্পষ্ট কোন সিদ্ধান্ত জানানো হয়নি। এই সিদ্ধান্ত কার্যকর করতে দিল্লি সরকারের ৭০০ কোটি টাকা বার্ষিক খরচ পড়বে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

তিনি বলেন, যারা বিনামূল্যে টিকিট কিনতে চাইবেন, তাদের ভর্তুকি গ্রহণ করতে হবে। অনেক নারীই এই পরিবহনের খরচ বহন করতে সক্ষম। কাজেই যারা পারবেন, তারা যদি টিকিট কেনেন ও নিজেদের ভর্তুকি না নেন তাহলে বাকিরা এ থেকে সুবিধা নিতে পারবেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকার দিল্লি মেট্রো ও পাবলিক বাসে নারীদের পরিবহনের সব খরচ বহন করবে। তিনি বলেন, দিল্লিই একমাত্র সরকার, যারা সৎ। আপনার অর্থকে সুবিধাপ্রাপ্তিতে খরচ করছে এবং তারপরেও লাভে চলছে। তবে দিল্লির মেট্রো কেন্দ্রীয় সরকারের অধীনে চলে। তাই এ বিষয়ে কেন্দ্র কি সিদ্ধান্ত নেবে তা এখনও স্পষ্ট নয়।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের সচেতনতা হলো নারীদের নিরাপত্তা বিষয়ক। মেট্রো নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু আমরা আপনাদের এই প্রস্তাবের প্রতিটি ধাপ সম্পর্কে জানাবো।

Related Articles

Leave a Reply

Close
Close