দেশজুড়ে

চাকরী দেয়ার নামে প্রতারণা, ভুয়া এসআই গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নজরুল ইসলাম ওরফে লিমন (৩০) নামে এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে পুলিশ গাইবান্ধা সদর থানা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে রংপুরের পীরগাছা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো শাহারিয়ার।

ভুয়া এসআই নজরুল ইসলাম ওরফে লিমন রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের বাবুল সরকারের ছেলে।

ওসি খান মো শাহারিয়ার জানান, নজরুল পুলিশের চাকরি দেয়ার কথা বলে গাইবান্ধা সদর উপজেলার ডেভিট কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে হাফিজু রহমান ওরফে লিটনসহ তিন জনের কাছ থেকে ১১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে বিষয়টি তাদের সন্দেহ হলে তারা থানায় মামলা করেন। এছাড়াও নজরুল বিভিন্ন সময় পুলিশের ছবি এবং আইডি কার্ড দেখিয়ে চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

তিনি আরও জানান, ভুয়া এসআইকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশের আইডি কার্ড, দু্ই কপি পাসপোর্ট সাইজের পুলিশের পোশাক পরিহিত ছবি, একটি ন্যাশনাল আইডি কার্ড, একটি সাধারণ পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close