দেশজুড়ে

একযোগে ৪৭ ইউএনওর বদলি

ঢাকা অর্থনীতি ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করেতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের পাঠানো ৪৭ ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ইসির পক্ষ থেকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে একইস্থানে ৬ মাসের বেশি আছেন এমন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক বছরের বেশি আছেন এমন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনার আলোকে ৪৭ জন ইউএনওর বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কমিশনের কাছে সুপারিশ পাঠায়।

ওই অনুমোদন করেছে ইসি।
অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন এলাকার ৪৭ জন ইউএনওর বদলির সুপারিশ এলে কমিশন তাতে অনুমোদন দেয়। আর ২০ জনের চিঠি এসেছে। মোট ২৫০ জনের বেশি ইউএনও বদলি হবে।

এ ছাড়া ৩২০ জনের মতো ওসি বদলি করা হবে

Related Articles

Leave a Reply

Close
Close