দেশজুড়ে

লন্ডনে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি হাফেজ

ঢাকা অর্থনীতি ডেস্ক: পূর্ব লন্ডনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মো. আকিল মেহেদী (২৪) নামে সিলেটের গোলাপগঞ্জের এক যুবক।

নিহত আকিল মেহেদী উপজেলার ঢাকাদক্ষিণের কানিশাইল গ্রামের প্রবাসী জিয়াউর রহমানের ছেলে। তিনি কুরআনের হাফেজ।

গত শনিবার (৬ নভেম্বর) তিনি হত্যাকাণ্ডের শিকার হলেও তার পরিবার লাশ শনাক্ত করে পরের দিন রোববার (৭ নভেম্বর)।

জানা গেছে, শনিবার সকালে পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়। রোববার লাশটি মেহেদীর বলে নিশ্চিত করেন তার স্বজনরা। পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে শনাক্ত করে তদন্ত শুরু করেছে।

টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ জানান, মেহেদীর মতো একজন তরুণ কুরআনে হাফেজের লাশ উদ্ধারের ঘটনায় কমিউনিটি গভীরভাবে শোকাহত।

নিহত আকিল মেহেদীর চাচা হাজী সুলেমান ওরফে দুদু মিয়া। আকিল মেহেদী লন্ডনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। লাশ দেশে আসবে কি না এখনো জানা যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, মো. আকিল মেহেদী মিসরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেন। গত রমজান মাসে লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিহ নামাজ পড়ান। তার মা একজন শিক্ষিকা।

Related Articles

Leave a Reply

Close
Close