আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় অনুমোদনহীন ইলেকট্রিক পণ্য বাজারজাত; ৪৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি অনুমোদনহীন ইলেকট্রিক পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠানকে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার বেরন ছয়তলা এলাকার ন্যাশনাল সুপার পাওয়ার (এনএসপি) নামের প্রতিষ্ঠানকে এই জরিমানা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিএসটিআই এর অনুমোদন না নিয়ে লোগো ব্যবহার করে ইলেকট্রিক বিভিন্ন বাল্ব, ফ্যান, সুইচ, হোল্ডার বাজারজাত করে আসছিলেন। নিম্নমানের নামহীন পণ্য বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজের প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে আসছিলেন। এসব পণ্য সামগ্রীতে যে কোন সময় শর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। অনুমোদন না নিয়ে লোগো ব্যবহার করার দায়ে ওই প্রতিষ্ঠানকে ৪৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close