খেলাধুলা

শাস্তি পেলেন কোহলি-রোহিতরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত। শুভমন গিলের ডাবল হান্ড্রেডে ভারত বড় সংগ্রহ পেলেও মিচেল ব্রেসওয়েলের অবিশ্বাস্য ইনিংসে প্রায় জিতেই যাচ্ছিল কিউইরা। সফরকারীদের বিপক্ষে সেই জয়ের রেশ কাটতে না কাটতেই শাস্তি পেল ভারতীয় দল।

মন্থর ওভার রেটের জন্য ম্যাচ ফি-র অর্ধেকের বেশি আর্থিক জরিমানা করা হয়েছে কোহলি-রোহিতদের।

হায়দরাবাদে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ে বোলিং কোটা শেষ করতে পারেনি ভারত। ৩ ওভার পিছিয়ে ছিলেন রোহিত শর্মারা। ফলে ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৬০ শতাংশ করে জরিমানা করা হয়েছে।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটা পূর্ণ করতে না পারলে প্রতি ওভার পিছিয়ে থাকার জন্য ম্যাচ ফি-র ২০ শতাংশ হারে জরিমানা করা হয় সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের।

এ ক্ষেত্রে টিম ইন্ডিয়া ৩ ওভার পিছিয়ে থাকায় ২০ শতাংশ হারে মোট ৬০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেয়া হয়েছে।

ফিল্ড আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী আইসিসির এলিট প্যানেল ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ ম্যাচ শেষে ভারতীয় দলের শাস্তিবিধান করেন। অধিনায়ক রোহিত অপরাধ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Related Articles

Leave a Reply

Close
Close