দেশজুড়ে

চট্টগ্রামে মদপানে তিন যুবকের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় বিষাক্ত মদ পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজন বেসরকারি একটি হাসপাতালে মারা গেছেন।

বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে মদপানের পর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত ব্যক্তিরা হলেন- আকবর শাহ মালিপাড়া তপন মজুমদারের ছেলে শাওন মজুমদার (৩২), মিল্টন গোমেজ  ও বিশ্বজিৎ মল্লিক।  এ ছাড়া উজ্জ্বল বণিক নামে একজন চিকিৎসাধীন।

নিহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কৈবল্যধাম মালিপাড়া নিবাসী বিশ্বজিৎ মল্লিকের বাসায় গত মঙ্গলবার রাতে কয়েকজন বন্ধু মিলে মদপান করেন। এতে চারজন বিষক্রিয়ায় আক্রান্ত হলে গতকাল চমেক হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

আকবর শাহ থানার পরিদর্শক বিকাশ সরকার বলেন, কৈবল্যধাম এলাকায় তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। এছাড়া  অসুস্থ আরেকজন চিকিৎসাধীন। তারা মদপানে অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে জেনেছি। বিস্তারিত জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, মদপানে অসুস্থ দুইজন বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতাল মেডিসিন বিভাগের ১৬ নম্বর ওয়ার্ডে মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close