দেশজুড়েপ্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়লো ৩১শে জুলাই পর্যন্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমুহের চলমান ছুটি আগামী ৩১ শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শে চলমান ছুটি বাড়ানো হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩০শে জুন পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়তে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়লো। এর আগে গত ২৪শে মে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ১৩ই জুন দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close