গার্মেন্টসশিল্প-বানিজ্য

শ্রমিক ছাঁটাই নয়, কমতে পারে কর্মসংস্থান; বিজিএমইএ

ঢাকা অর্থনীতি ডেস্ক: শ্রমিক ছাঁটাই নয়, বরং কমে যেতে পারে পোশাক খাতের কর্মসংস্থান। ১ জুন থেকে শ্রমিক ছাঁটাই করতে পোশাক মালিকরা বাধ্য হবেন-এমন ঘোষণার পর নানা সমালোচনার মুখে সংগঠন প্রধানের বক্তব্য থেকে সরে এসে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছে বিজিএমইএ।

এতে বলা হয়, ছাঁটাইয়ের কোনো ঘোষণা সংগঠন থেকে দেয়া হয়নি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, শ্রমিকদের যেন চাকরি হারাতে না হয় সে জন্য রফতানি বাজার নিয়ে কাজ করছেন তারা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা মনে করেন, কর্মসংস্থান নিয়ে বড় কোনো সমস্যা হবে না।

এভাবেই বৃহস্পতিবার (৪ মে) এক ভিডিও কনফারেন্সে বিজিএমইএ সভাপতির বক্তব্যে উঠে আসে শ্রমিক ছাঁটাইয়ের কথা। সরকারের থেকে স্বল্প সুদে সহজ শর্তের ঋণ সুবিধা পাওয়ার পরও এমন বক্তব্যে শুরু হয় নানা সমালোচনা। এমনই প্রেক্ষাপটে সেদিনের বক্তব্যের সংশোধনী দিয়ে বার্তা পাঠায় সংগঠনটি। এতে বলা হয়, বিজিএমএই সভাপতি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেননি। সংগঠন হিসেবে এমন ঘোষণা দেয়ার সুযোগ নেই। বরং শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে সংকট মানলেও ব্যবসায়ীরা সম্ভাবনা দেখে কাজ করছেন বাজার ধরে রাখতে। আগামী মাসের মাঝামাঝি পুরোটা বোঝা যাবে সংকট কতটা গভীর হচ্ছে না-কি উঁকি দিচ্ছে নতুন বাজারের সম্ভাবনা। এ সময়ের মধ্যে কোনো শ্রমিক চাকরি হারালে সক্ষম অন্য কারখানায় কাজের সুযোগ পাবেন বলে মনে করেন মালিকপক্ষ।

টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব বলেন, ওয়ার্কারদের তো আমরাই স্কিলড বানিয়েছি, এখন কেন তাকে হারাতে চাইব, আমি তো হারাতে চাই না। রিস্ক ইজ দেয়ার বাট সারভাইভাল অব দ্য ফিটেস্ট সিচুয়েশনে কিছু ফ্যাক্টরি দেখা যাবে ভালো করছে।

কর্মসংস্থান ও রফতানি বাজার হারানো নিয়ে যতটা আশঙ্কার কথা বলা হচ্ছে বিষয়টিকে সেভাবে দেখছেন না সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। সংকট গভীর হলে তা মোকাবিলা করতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে আশ্বাস তার।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমার মনে হয় না সিরিয়াস কোনো সমস্যা হবে, গার্মেন্টস খাত যে পিপিইতে যাচ্ছে তো পিপিইর জন্য তো তাকে নতুন লোক নিতে হবে। শ্রমিকদের যেন কোনো সমস্যা না হয় সেটার জন্য যা করা দরকার আমরা তা করব।

নতুন বাজারে রফতানি বাড়ানো ও বৈচিত্র্যময় পণ্য প্রস্তুত করে সক্ষমতার সবটুকু কাজে লাগাতে শিল্প মালিকদের কৌশলী হওয়ার পরামর্শ এই ব্যবসায়ী নেতার। (সময়টিভি)

Related Articles

Leave a Reply

Close
Close