বিশ্বজুড়ে

শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়েছে: প্রধানমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: কয়েক মাস ধরে খাদ্য, জ্বালানি ও বিদ্যুত সংকটের পর শ্রীলঙ্কার ঋণগ্রস্ত অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে আইনপ্রণেতাদের জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

বুধবার দেশটির পার্লামেন্ট অধিবেশনে একথা বলেন তিনি। রনিল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও অর্থনীতির দায়িত্ব নেয়ার একমাস পরও অর্থনীতি চাঙ্গা না হওয়ায় চলতি সপ্তাহে পার্লামেন্ট অধিবেশন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

পার্লামেন্টে রনিল বিক্রমাসিংহে বলেন, ‘দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা, সিলন পেট্রোলিয়াম করপোরেশন ঋণগ্রস্ত হওয়ায় দেশটির সরকার জ্বালানি কিনতে পারছে না। কোনও দেশই তাদের জ্বালানি বিক্রি করতে রাজি না, এমনকি নগদ টাকার বিনিময়েও জ্বালানি কিনতে পারছে না দেশটি। বর্তমানে সংস্থাটির ঋণ ৭০ কোটি ডলার।’

এদিকে, চলমান সংকট থেকে উত্তরণে আর্থিক সহায়তা চাইতে আগামী আগস্টে দাতা সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দেশটি। সম্মেলনে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে শ্রীলঙ্কার সরকার।

Related Articles

Leave a Reply

Close
Close