দেশজুড়ে

৪ ডাক্তার দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঢাকা অর্থনীতি ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। প্রতিদিন শত শত রোগীর চাপ সামলাচ্ছেন মাত্র ৪ জন ডাক্তার। অচল রোগ-নির্ণয়ের মেশিন। পড়ে আছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার।

জেলা শহর থেকে ১০০ কিলোমিটার দূরে ঘোড়াঘাট উপজেলা। এখানকার দেড় লাখ মানুষের জন্য ৫০ শয্যার সরকারি হাসপাতালে চিকিৎসক সংকটের ধকল সামাল দিচ্ছেন নার্সরা। মেশিনের মতো গুরুত্বপূর্ণ রোগ নির্ণয়ের আলট্রাসনোগ্রাম মেশিন নেই। অত্যাধুনিক অপারেশন থিয়েটার থাকলেও এনেস্থেশিয়া না থাকায় এর সুফল মানুষ পাচ্ছে না।

রোগী নাজমা বেগম জানান, চিকিৎসক আসেন, কিন্তু রোগী দেখেন না। আর বেশির ভাগ ডাক্তার আসেন। ফলে নানা ধরনের বিপত্তিতে পড়তে হয় আমাদের।

৫০ শয্যার হাসপাতালে দ্বিগুণ রোগী ভর্তি থাকছে। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে ৪০০ থেকে ৫০০ মানুষ।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মুরাদ হোসেন জানান, ৩-৪ জন ডাক্তার বহির্বিভাগে রোগী দেখেন। এতো রোগীর চাপ সামলাতে কষ্ট হচ্ছে। এতে রোগীদের সঠিক সেবা দেওয়া যাচ্ছে না। ফলে সঠিক বিচার থেকে রোগীরা বঞ্চিত হচ্ছেন।

Related Articles

Leave a Reply

Close
Close