আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় টাকা চাওয়ায় দোকানিসহ ১০ জনকে কুপিয়ে জখম, আটক ৮

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় দোকানের বাকি টাকা চাওয়ায় দলবল নিয়ে দোকান মালিকসহ প্রায় ১০ জনকে কুপিয়ে আহত করেছেন আফজাল নামের এক ভোক্তা। এব্যাপারে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্তসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামনু কবির । এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার চারাবাগ কুমকুমারি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই এলাকার মৃত আজগর মিয়ার ছেলে আলম উদ্দিন (৬০), তার স্ত্রী খাদিজা (৫৫), ছেলে ইয়ামিন (১৮), মৃত আসান উদ্দিনের ছেলে গফুর মিয়া (৫৫), মুন্না কবিরের স্ত্রী শাহানা (৩৫), মৃত নান্দু পাগলার ছেলে সলিল (৭০), তার ছেলে রাজন (১৮), সুজন (৪৫) জাহানারা (৩০) ও মুদি দোকানি জামাল মিয়া (৪৩)।

আটককৃতরা হলো- আফজাল চৌধুরীসহ আরো ৭ জন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত ইয়ামিন বলেন, গতকাল বিকেলে মুদি দোকানি জামাল মিয়া আফজালের কাছ থেকে দোকান বাকির ১৫০ টাকা চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় মানুষের সামনে দোকানের বাকি টাকা চাইলে ক্ষিপ্ত হয় আফজাল। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এঘটনায় দুইজনকেই দুইজন কিল-ঘুষি মারেন। পরে ঘটনাস্থল থেকে চলে যায় আফজাল। রাত ৮ টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আফজাল ২০-২৫ জন নিয়ে জামালের ওপর হামলা চালায়। পরে আমরা সবাই তাকে বাঁচাতে গেলে আমাদের সবাইকে কুপিয়ে জখম করে। আমাদের প্রায় ৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। দোকানি বকেয়া টাকা চাওয়ায় অভিযুক্ত আফজাল মাতাল অবস্থায় তাদের সহযোগিদের নিয়ে ওই দোকানিসহ তার পরিবারের লোকজেনর ওপর হামলা চালায়। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনা ৮ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close