দেশজুড়ে

কলেজছাত্রদের ভয় দেখিয়ে মোবাইল-টাকা ছিনতাই, আটক ৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরিশাল নগরের ইছাকাঠি এলাকার একটি মেসে বসবাসরত পলিটেকনিক কলেজের শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তাদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নগরের নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোকতার হোসেন নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে মোকতার হোসেন বলেন, বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকার মৃধা বাড়ির সোহরাব মৃধার বাসার দ্বিতীয় তলায় মেস করে ইনফ্রা পলিটেকনিক ইনিস্টিটিউটের মেকানিক্যাল পঞ্চম সেমিস্টারের চার জন ছাত্র বসবাস করেন।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তারা রুমে বসে লুডু খেলছিল। রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত ৩-৪ জন যুবক তাদের রুমে প্রবেশ করে দরজা আটকে দেয়। পরে তাদের মারধর করে এবং ধারালো অস্ত্র (কাটার) দিয়ে খুন-জখমের হুমকি দিয়ে বিভিন্ন মডেলের পাঁচটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা নিয়ে যায়।

এর কিছুক্ষণ পরেই ওই শিক্ষার্থীরা বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল পরিদর্শনকালে বাড়ির মালিক সোহরাব মৃধার ছেলে সালমান মৃধাকে (২১) প্রাথমিক সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে সালমান মৃধার দেওয়া তথ্যানুযায়ী ওই রাতেই তাদের বাসার আরেক ভাড়াটিয়া পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ এলাকার কার্তিক দেবনাথের ছেলে পার্থ দেবনাথ অনিক (২১) এবং বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ডের গনপাড়া এলাকার বাসিন্দা মো. হাফিজ খানের ছেলে মারুফ খানকে (২২) আটক করা হয়।

পরে মারুফ খানের দেওয়া তথ্যানুযায়ী ওই শিক্ষার্থীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পাঁচটি মোবাইল ফোন ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে উপ-কমিশনার আরও বলেন, অভিযোগ জানার পাঁচ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন ও মূল হোতাদের আইনের আওতায় আনা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে আরও দুইজন সম্পৃক্ত থাকার খবর রয়েছে, যাদের আটক করতে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close