বিশ্বজুড়ে

লকডাউনের পর শপিংমল খুলেই আঁতকে উঠলেন মালিক!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনার থাবা গ্রাস করেছে গোটা বিশ্বকে। প্রায় সারা পৃথিবী জুড়েই এখন চলছে লকডাউন। আর এর ফলে বন্ধ দোকানপাট, কল কারখানা, শপিং মল-সবকিছুই। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় মলগুলোর অবস্থা শোচনীয়। একদিকে ব্যবসা লাটে উঠছে। অন্যদিকে নষ্ট হয়ে যাচ্ছে মলের ভিতরে থাকা জিনিসপত্রও ।

যেমন দেখা গেল মালয়েশিয়ার একটি মলে । ৫০ দিন পর যখন শপিং মলটি খুলল তখন তার ভিতরের অবস্থা দেখে চমকে ওঠার মতো। চামড়ার সামগ্রী বিক্রি হত এই শপিং মেল । কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার ফলে জলীয়বাষ্প জমে ছাতা পড়ে গিয়েছে সমস্ত নতুন সামগ্রীর উপরেই ।

এদিকে, মহামারী করোনাভাইরাস থেকে বাঁচতে চলমান আদেশ মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) পঞ্চমবারের মতো বাড়িয়ে ৯ জুন পর্যন্ত ঘোষণা করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা কোভিড-১৯ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ (লকডাউন) বাড়িয়েছি। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, যেন কোভিড-১৯ থেকে মুক্তি পাই। আমি জানি এটি আমাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য এমসিও বাড়াতে হচ্ছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close