প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

তিন ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধানের নির্দেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইসলামী শরীয়াহ ভিত্তিক তিনটি ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৪ মাসের মধ্যে দুদক, বিএফআইইউ, সিআইডিকে খতিয়ে দেখে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। সোশাল ইসলামী ব্যাংক ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে।

রবিবার ( ৪ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত তিন ব্যাংকের কর্মকর্তাদেরও তালিকা চেয়েছে উচ্চ আদালত। ৩০ হাজার কোটি টাকা ঋণের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে এস আলম গ্রুপের কাছেও। আগামী বছর ৫ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

উল্লেখিত, কাগুজে প্রতিষ্ঠানের নামে তিনটি ইসলামী ব্যাংক থেকে ২ হাজার ৪৬০ কোটি টাকা তুলে নিয়েছে অসাধু চক্র গণমাধ্যম এমন রিপোর্ট প্রকাশিত হয়। পরবর্তীতে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের ৩০ হাজার কোটি টাকা ঋণ নেয়ার খবরও প্রকাশিত হয় গণমাধ্যমে। এসব রিপোর্ট আমলে নিয়েই রবিবার এ আদেশ দেয় উচ্চ আদালত।

Related Articles

Leave a Reply

Close
Close