সাভারস্থানীয় সংবাদ

সাভারে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে রাস্তা পেলে ভুক্তভোগী শত পরিবার

নিজস্ব প্রতিবেদক: সাভারের তেঁতুলঝোড়ায় রাস্তা দখল করে বহুতল বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে, স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে রাস্তাটি উদ্ধার করতে পেরে স্বস্তি পেয়েছে শতাধিক পরিবার।

বুধবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের মটকপাড়ার এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে রাস্তাটি উদ্ধার করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

এ ঘটনায় শতাধিক পরিবার গৃহবন্দী হয়ে পড়ে, এদের মধ্যে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন গার্মেন্টস শ্রমিক ও ভাড়াটিয়ারা।

এসময় চেয়ারম্যান জানান,মটকপাড়া এলাকায় শতাধিক পরিবার গৃহবন্দী ঘটনা শুনতে পেয়ে সরজমিনে এসে ঘটনার সত্যতা পাওয়া যায়, তারও প্রেক্ষিতে রাস্তাটি উদ্ধার করে জনগনের চলাচলের ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন এসব কাজ যারাই করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাস্তাটি উদ্ধার হওয়ায় খুশি গৃহবন্দী শতাধিক পরিবার।

Related Articles

Leave a Reply

Close
Close