প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে একটি বেকারিকে ৩ লাখ জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও ক্ষতিকর রং ব্যবহার করায় একটি বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ জুন) দুপুরে সাভারের পশ্চিম রাজাশন এলাকার পালোয়ান পাড়ায় রাজধানী বেকারি এন্ড সুইটস-এ র‍্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে র‍্যাব ৪।

এসময় বেকারিতে উৎপাদিত কেক এবং অনুনোমদিত ফুড কালার ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, রাজধানী বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, বিএসটিআই এর অনুমোদন না থাকা এবং টেক্সটাইল এর রং ব্যবহার করায় তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী তাদের এ জরিমানা করা হয়েছে। তাদের ১৫ দিনের সময় বেধে দেয়া হয়েছে যাতে তাদের পণ্যগুলো স্বাস্থ্যসম্মত ভাবে তৈরি করে।

সাভারে প্রচুর অবৈধ বা লাইসেন্সবিহীন বেকারী আছে সেগুলোর কি হবে? এমন প্রশ্নের উত্তরে আজকের পত্রিকাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, আমরা একে একে সবগুলোতেই অভিযান চালাবো।

Related Articles

Leave a Reply

Close
Close