সাভারস্থানীয় সংবাদ

সাভারে কমেছে বংশী, বেড়েছে তুরাগ নদীর পানি

নিজস্ব প্রতিবেদক: বন্যার প্রভাবে সারা দেশের মত সাভারেও বন্যাকবলিত প্রায় গ্রাম। দুর্ভোগে হাজার হাজার পরিবার। সরকারি সহায়তা কেউ কেউ পেলেও, পাইনি অনেকে। অর্থনীতির খ্যাত শিল্পাঞ্চাল সাভারে বন্যা মেকাবেলা করে লাখ লাখ শ্রমিককে কাজ যোগ দিতে হচ্ছে।

ইতিমধ্যে সাভারের বংশী ও তুরাগ নদীর পানির বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত দুইদিনের তুলনায় বংশী নদীর পানি কিছুটা কমলেও বেড়েছে তুরাগ নদীর পানি।

শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার-আশুলিয়া-ধামরাইয়ের (ঢাকা বিভাগ-২) পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত রশিদ।  তিনি  জানান, পরিস্থিতি বুঝতে প্রতিদিনই নজর রাখছেন নদীগুলোর প্রবাহিত পানির বিষয়ে।

তিনি আরও জানান, আজকের (০৭ আগস্ট) প্রতিবেদন অনুযায়ী তুরাগ নদীর পানি বিপদ সীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বুধবার (০৫ আগস্ট) ছিল ৪৬ সেন্টিমিটার। অর্থাৎ তুরাগ নদীর পানির বিপদসীমা ৫.৯৫ মিটার। বর্তমানে ৬.৪৫ মিটারে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে আজকের (০৭ আগস্ট) প্রতিবেদন অনুসারে বংশী নদীর পানি বিপদ সীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বুধবার (০৫ আগস্ট) ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ৭.৩০ সেন্টিমিটার হলো এই নদীর বিপদ সীমা। বর্তমানে ৭.৪২ মিটারে প্রবাহিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close