দেশজুড়ে

কানাডায় ঢুকতে না পারলে কোথায় যাচ্ছেন মুরাদ হাসান?

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বেফাঁস কথা বলে মন্ত্রীত্ব ও রাজনৈতিক পরিচয় হারানো মুরাদ হাসান এখন চরম অসহায়। নিজ দেশ ত্যাগের পর তাকে গ্রহণ করেনি কানাডা। দেশটির টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্ট থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে তাকে পাঠিয়ে দিয়েছে কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি।

প্রশ্ন উঠছে, কানাডায় ঢুকতে না পারলে কোথায় যাচ্ছেন মুরাদ হাসান?

বিভিন্ন সংবাদ সূত্র বলছে, মুরাদকে আরব আমিরাতের দুবাইতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। দুবাই থেকে মুরাদের গন্তব্য কোথায় হবে তা পরে জানা যাবে।

এর আগে, মুরাদ শুক্রবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বাংলাদেশে নারীদের হয়রানি, অপমান ও নির্যাতনের কারণে তাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে তার কাছে বিভিন্ন ভিডিও, ছবি ও সংবাদ এর বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি কী কারণে কানাডায় এসেছেন, সে বিষয়েও জানতে চাওয়া হয়। এ সময় কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হন মুরাদ। তার সরকারি ও ব্যক্তিগত পাসপোর্ট জটিলতার বিষয়েও কানাডা ইমিগ্রেশন জানতে চাইলে কোনো সঠিক উত্তর দিতে না পারায় তাকে কানাডা পিয়ারসন এয়ারপোর্ট থেকে পুনরায় দুবাইয়ে ফেরত পাঠানো হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close