কৃষিপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে কৃষকদের মাঝে কোটি টাকার ধান কাটার মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার(০১ এপ্রিল) বিকেলে সাভার উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থানীয় কৃষকদের মাঝে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন্ড হারভেস্টার মেশিন পান কৃষকরা।

সাভার উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদ বলেন, ৩টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনসহ উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করণে ৪টি মিনিট্রাক ও ৪০০টি ক্রেট বিতরণ করা হয়। প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩৫ লাখ টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার সুমি প্রমুখ।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close