দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: সাভারের বিরুলিয়ায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার অভিযোগ উঠেছে। এসময় পরিবারের লোকজনের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে ডাকাতরা।

বুধবার (২৯ মার্চ) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকার শাহিন মিয়ার একতলা বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে।

শাহিন মিয়া বলেন, রাত ২ টার দিকে জানালার গ্রীল কেটে ৪/৫ জন ডাকাত আমার ঘরে প্রবেশ করে। ঘরে ঢোকার পর তারা আমাকে ও আমার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত পা বেঁধে জিম্মি করে। এসময় নগদ প্রায় ৪ লাখ, সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতের মুখে মুখোশ পরা ছিল। তাদের সবারই হাতে পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা চলে গেলে ভোর ৫ টার দিকে ‘৯৯৯’ এ ফোন করলেও সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় নি পুলিশ।

এ ঘটনায় আজ দুপুর ১২ টার দিকে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে একটু আগে ঘটনাস্থলে এসেছি। তদন্ত করে দেখছি। এধরনের ঘটনা ঘটে থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close