করোনাগার্মেন্টসপ্রধান শিরোনামশিল্প-বানিজ্যসাভারস্থানীয় সংবাদ

সাভারে দূর্ভোগ নিয়ে শ্রমিকরা কাজে ফিরছেন

নিজস্ব প্রতিবেদকঃ ডিইপিজেডের কিছু কারখানাসহ সাভার শিল্পাঞ্চলের অনেক পোশাক কারখানা আজ থেকে চালু করেছে কারখানা কর্তৃপক্ষ। সকাল থেকে শিল্পাঞ্চলের শ্রমিক কলোনীগুলোতে বসবাসরত শ্রমিকরা কারখানাগুলোতে কাজে যোগদান করেছে।

এর আগে গেল রাতে দেশের উত্তরবঙ্গ থেকে কয়েক হাজার পোশাক শ্রমিক গ্রামের বাড়ি থেকে সাভার শিল্পাঞ্চলে ফিরে আসেন কারখানা চালুর খবরে। তারাও সকাল থেকে যোগ দিয়েছেন কাজে। আবার কিছু কিছু কারখানা আজ চালু না করলেও আগামী কয়েক দিনের মধ্যেই চালু করবে বলে জানা গেছে।

এদিকে, কারখানা মালিকদের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় শ্রমিক নেতারা।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু বলেন,  শ্রমিকদের শতভাগ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত না করে আজকে যে কারখানা খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে তা শ্রমিকদের জীবনের জন্য ঝুকিপূর্ণ। এটা আত্নঘাতী সিদ্ধান্ত। নিরাপত্তা নিশ্চিত না করে গার্মেন্টস চালু করা কোনভাবেই উচিত হয়নি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close