দেশজুড়েপ্রধান শিরোনাম

জাতিসংঘে মিয়ানমারের মিথ্যাচারের কড়া জবাব বাংলাদেশের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রত্যার্বতন নিয়ে মিয়ানমারের দেয়া মিথ্যা বক্তব্যে ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ।

কয়েক দিন আগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর বিষয়ক মন্ত্রী কিয়াও টিনট সোয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভার্চুয়াল বক্তব্যে দাবি করেন, একটি জঙ্গি গোষ্ঠী ও এর সমর্থকদের জন্য রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না।

মন্ত্রীর ওই বক্তব্যের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক কর্মকর্তা জানান, রাখাইন রাজ্যের ঘটনা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমারের বক্তব্য শুধু সাজানোই নয়; বরং পুরোপুরি বিভ্রান্তিকর। বাংলাদেশ এই ভিত্তিহীন অভিযোগ, মিথ্যাচার এবং বিকৃত তথ্যকে পুরোপুরি প্রত্যাখ্যান করছে।

২০১৭ সালের নভেম্বরে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল। তিন বছর পেরিয়ে গেলেও এখনো কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তবে টিনট সোয়ে দাবি করেছেন, মিয়ানমার বাংলাদেশের ভালো প্রতিবেশী হতে চায় এবং ‘যাচাইকৃতদের (রোহিঙ্গা) স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক উপায়ে’ ফিরিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এক্ষেত্রে আন্তর্জাতিক চাপ নিরর্থক বলে উল্লেখ করেন তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close