দেশজুড়েপ্রধান শিরোনাম

সরকারি চাকরিতে প্রবেশে ৫ মাস ছাড় দিয়ে আদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাস পরিস্থিতিকালে ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমার ক্ষেত্রে ৫ মাস ছাড় দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব দীপংকর বিশ্বাস সই করা আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যেসব মন্ত্রণালয় বা বিভাগের অধীনে পরিদফতর, সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে সরকারি চাকরিতে (বিসিএস ব্যতিত) সরাসরি নিয়োগের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ হতে ২৫ মার্চ (২০২০) এর আগে নিয়োগের ছাড়পত্র গ্রহণসহ সার্বিক প্রস্তুতি নেয়ার পরও কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দফতরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৫ মার্চ (২০২০) তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরকে নির্দেশ দেয়া হলো।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close