প্রধান শিরোনামসাভার

সাভারে বংশী ও তুরাগ নদীর পানি বিপদসীমার উপরে, পানিবন্দি শত শত পরিবার

ঢাকা অর্থনীতি ডেস্ক: দেশের বিভিন্ন এলাকায় বন্যার প্রভাবে বাড়তে শুরু করেছে সাভারের বংশী ও তুরাগ নদীর পানি। ইতিমধ্যে বংশী ও তুরাগ নদীর পানি ইতিমধ্যে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার (০৫ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার-আশুলিয়া-ধামরাইয়ের (ঢাকা বিভাগ-২) পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত উপ-বিভাগীয় প্রকৌশলী রাহাত রশিদ।

তিনি জানান, গত কয়েকদিন ধরে এই দুই নদীর পানি বাড়ছে। ফলে প্রতিদিনই নজর রাখছেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, আজকের (০৫ আগস্ট) প্রতিবেদন অনুযায়ী তুরাগ নদীর পানি বিপদ সীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ তুরাগ নদীর পানির বিপদসীমা ৫.৯৫ মিটার। বর্তমানে ৬.৪১ মিটারে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে বংশী নদীর পানি বিপদ সীমার ২১ সেন্টিমিটার  উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৭.৩০ সেন্টিমিটার হলো এই নদীর বিপদ সীমা। বর্তমানে ৭.৫১ মিটারে প্রবাহিত হচ্ছে।

এদিকে সাভার-আশুলিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যায় পানিবন্দি হয়েছে মানুষ। বাড়ি ছেড়ে অনেক বসবাস করছেন সড়কে।

Related Articles

Leave a Reply

Close
Close