বিশ্বজুড়ে

করোনা নিয়ে জুম্মার খুৎবা দেওয়া মুয়াজ্জিনের করোনায় মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসে নিউইয়র্কে আরো একজন বাংলাদেশি প্রাণ হারালেন। ওই ব্যক্তির নাম বাবুল আহমেদ। তিনি ২৭ মার্চ (শুক্রবার) কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বাবুল আহমেদ জ্যাকসন হাইটসের খাবার বাড়ির মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তিনি বাবুল ভাই নামেই কমিউনিটিতে সমধিক পরিচিত ছিলেন।

জানা যায়, গত ১৩ মার্চ (শুক্রবার) জ্যাকসন হাইটস মসজিদে শেষ জুম্মার আজান ও খুৎবা দিয়েছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন, ‘আমাদের অনেক ভাই করোনায় আক্রান্ত, সবার জন্য দোয়া করি। এই মহামারি থেকে রক্ষা পেতে সবাই নিজ নিজ গৃহে থেকে ইবাদত করব।’ আর ভাগ্যের নির্মম পরিহাসে সেই ভয়ঙ্কর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজেই মারা গেলেন বাঙালি কমিউনিটির সবার প্রিয় ‘বাবুল ভাই’।

এ নিয়ে নিউইয়র্কে করোনা ভাইরাসে এ পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close