প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে সিঙ্গারের গোডাউনের আগুন নিয়ন্ত্রনে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদকঃ  সাভারে ইলেকট্রনিক পণ্য সিঙ্গারের গোডাউনে লাগা সাড়ে তিন ঘন্টা পর নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এসময় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যসহ কয়েকজন আহত হয়েছে। তবে এঘটনায় দগ্ধ বা নিহতের কোন খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা ১২টার দিকে এই আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অবস্থিত সিঙ্গার ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্সের গোডাউনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক মো. মানিকুজ্জামান জানান, সকাল সাড়ে ৮ টার দিকে সিঙ্গার কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রনে সাভার ফায়ার সার্ভিস, ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস, হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীর ফায়ার সার্ভিসসহ মোট ৮ টি ইউনিট কাজ করেছে। পরে বেলা ১২ টার দিকে প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো তথ্য জানাতে পারেনি সাভার ফায়ার সার্ভিস। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আগুন লাগার পর সকালে ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছুক্ষন যান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া দূর্ঘটনা এড়াতে ওই এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হয়। তবে এখন মহাসড়কে যান চলাচল ও ওই এলাকায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close