প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে সড়কের উন্নয়ন কাজের কংক্রিট রিং চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে খেলার সময় সড়কে উন্নয়নের কাজে ব্যবহৃত কংক্রিটের রিং এর চাপায় সাব্বির (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ জুন) বিকেলে পৌর এলাকার পাকিজা গার্মেন্টস এর পেছনের একটি আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

মৃত শিশু সাব্বির রংপুর জেলার পীরগাছা থানার সুমন মিয়ার ছেলে। সুমন মিয়া স্থানীয় ফরিদউদ্দিন এর বাড়িতে ভাড়া থেকে পার্শ্ববর্তী পাকিজা পোশাক কারখানায় কাজ করতেন। তার শিশু সন্তান সাব্বির বাসায় থাকতো বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুই থেকে তিন জন শিশু ওই স্থানে খেলাধুলা করছিল। এসময় হঠাৎ সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত একটি কনক্রিটের রিং এর নিচে চাপা পড়ে। এসময় খেলার সাথী অন্য শিশুরা চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই সড়কের কাজ বেশ কিছুদিন ধরে শেষ হয়েছে। কিন্তু অবশিষ্ট নির্মাণ সামগ্রী অপসারণ করেননি ঠিকাদার। তাদের অবহেলায় এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেন ভুক্তভোগীসহ এলাকাবাসী। নিহতের মরদেহ স্থানীয় একটি মসজিদে রাখা হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ আসে নি।

সাভার মডেল থানার ডিউটি অফিসার সাদরুজ্জামান বলেন, আমরা খবর পেয়েছি। শীঘ্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close