প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভার ট্যানারী নগরীতে ঢুকতে শুরু করেছে পশুর কাঁচা চামড়া

নিজস্ব প্রতিবেদক: সাভারে চামড়া শিল্প নগরীতে ঢুকতে শুরু করেছে ঈদের কোরবানির পশুর চামড়া। তবে করোনা ও বন্যার কারণে বিগত বছরের তুলনায় এবার কাঁচা চামড়া সংগ্রহে কিছুটা ভাটা পড়বে বলে আশঙ্কা করছে মৌসুমী ব্যবসায়ী ও ট্যানারী মালিকরা।

আজ শনিবার (০১ আগষ্ট) ঈদের দিন দুপুরের পর সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীর আশে পাশে এলাকাগুলো আসতে শুরু করেন কোরবানীর পশুর চামড়া। ট্যানারী শ্রমিকরাও চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন।

তবে আগামী দুইদিন ট্যানারীগুলোতে লবনবিহীন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে। এরপর প্রায় মাসুজড়েই লবন মাখা কাঁচা সংগ্রহ করবে বলে ধারনা দিয়েছেন ট্যানারী মালিকরা।

তবে স্থানীয় বিক্রেতারদের দাবী চামড়ার দাম অনেকটাই কম। তবে ট্যানারীর কারখানার কর্তৃপক্ষ বলছে সরকার নির্ধারিত মুল্যে চামড়া কেনা হচ্ছে। পাশাপাশি ট্যানারী কর্তৃপক্ষ বলছেন, করোনা সংক্রমণের কারণে বিশ্ববাণিজ্য স্থবির হয়ে পড়ায় তার প্রভাব চামড়া শিল্পেও পড়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close