সাভারস্থানীয় সংবাদ

সাভারে উপসর্গ নিয়ে মারা যাওয়া কিশোরের করোনা ছিল না

নিজস্ব প্রতিবেদক: সাভারে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কিশোরের (১৩) শরীরের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন উপজেলঅ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মুঠোফোনেএই তথ্য নিশ্চিত করেন তিনি।

ডা. সায়েমুল হুদা জানান, গতকাল জ্বর-ঠান্ডা সহ করোনা উপসর্গ নিয়ে সাভারের ছায়াবিথী এলাকায় আসাদুল ইসলাম নামে ১৩ বছরের এক কিশোর মারা যায়। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়। পরে রাতেই পরীক্ষার ফলাফল জানতে পারি তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেই।

উল্লেখ্য, গত ২-৩ মাস ধরে কিশোর আসাদুল ইসলাম নিউমোনিয়ায় ভুগছিলো। তবে এক মাস যাবৎ তার ঠান্ডা জনিত স্বর্দি-কাশি ও জ্বর ছিলো। ১২ দিন আগেও রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক দেখিয়ে সাভারের রাজাশন এলাকার নিজ বাড়িতে আনা হয় তার ছেলেকে। গত ৮ এপ্রিল পৌর এলাকার রাডিবাড়ীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় ওঠেন তিনি। এরপর বধবার সকালে কিশোর মারা যায়।

এদিকে পৌর সভার ১ নং ওয়ার্ডের রাডিবাড়ী এলাকার বাসাটি লকডাউন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close