দেশজুড়ে

পিক আপ ভ্যানে সাউন্ডবক্স বাজিয়ে উল্লাস, ২৫ কিশোর আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঈদ উপলক্ষে পিক আপ ভ্যানে সাউন্ডবক্স লাগিয়ে উল্লাস করায় ভোলায় পিকআপসহ ২৫ কিশোরকে আটক করেছে পুলিশ। পরে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে জব্দকৃত পিক আপটির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের আগেই পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জনসাধারণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান। জনগণের বিরক্তি সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা পুলিশের সব ইউনিটের প্রতি নির্দেশনা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (০৪ মে) ভোলা সদর মডেল থানা পুলিশ ২৫ কিশোরসহ পিক আপটি আটক করে। পরে আটককৃতরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া পুলিশ সুপার সচেতন নাগরিক সমাজকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে ভোলা জেলা পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Close
Close