বিশ্বজুড়ে

ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ঢাকা অর্থনীতি ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
এই পদক্ষেপের লক্ষ্যের মধ্যে, সেদেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই’ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার (২৪ জুন) এ ঘোষণা দেন। এই ঘোষণা গত সপ্তাহে ইরানের একটি মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার পরে দেয়া হয়।

ট্রাম্প বলেন, আয়াতোল্লাহ আলি খামেনেই শেষ পর্যন্ত যাকে তিনি ইরানের “শত্রুতাপূর্ণ আচরণ” বলেছেন তার জন্য দায়ী থাকবেন।

তিনি এও বলেন, এই নিষেধাজ্ঞার আওতায় সর্বোচ্চ নেতা ও তার দপ্তর এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের প্রধান প্রধান আর্থিক সম্পদ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী বলছেন, এই নতুন নির্দেশ ইরানি সম্পদের কোটি কোটি অতিরিক্ত মার্কিন ডলারকে জব্দ করবে।

Related Articles

Leave a Reply

Close
Close