দেশজুড়ে

সীমান্তে ১ কোটি ৭৫ লাখ টাকার স্বর্ণসহ আটক ৩

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতে পাচারকালে বেনাপোল পোর্ট থানায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ কেজি স্বর্ণসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৩ নভেম্বর) সকালে আমড়াখালী, দৌলতপুর ও ঘিবা সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা।

আটকৃতরা হলো, যশোরের আর এন রোড এলাকার মনির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩৬), বেনাপোলের ঘিবা গ্রামের মৃত গোহর কুমারের ছেলে দিলিপ কুমার (৩০) ও বড়আচড়া গ্রামের রমজান আলীর স্ত্রী মিনারা খাতুন (২৫)। তাদের কাছ থেকে ১৬ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৩ কেজি।

৪৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর নজরুল ইসলাম জানান, বেনাপোল সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির তিনটি টহলদল আমড়াখালি সীমান্তে রবিউল ইসলামের কাছ থেকে ৮ পিস, ঘিবা সীমান্তে দিলিপ কুমারের কাছ থেকে ২ পিস ও দৌলতপুর সীমান্তে মনিরা খাতুনের কাছ থেকে ৬ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়।

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভারতে স্বর্ণ পাচার করে আসছিল। স্বর্ণ ও আটকৃত তিন পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close