প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

চাঁদপুরে ভুয়া প্রশ্নফাঁস চক্রের সদস্য আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁদপুর থেকে ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। জেলার শাহরাস্তি উপজেলার শোরসাক উত্তরপাড়া এলাকা থেকে মো. রাসেল আলম নামে ওই সদস্যকে শনিবার গ্রেফতার করা হয়।
এ সময় তার থেকে একটি মোবাইল, এসএসসির ভুয়া প্রশ্নপত্র, প্রচার ও বিক্রির অপচেষ্টা করার জন্য ফেসবুকে স্ট্যাটাস ও কথোপকথনের প্রমাণ উদ্ধার করা হয়।

রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

রাসেল আলম চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শোরসাক উত্তরপাড়া এলাকার মো. নূর হোসেনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, ফেসবুকে গ্রুপফ্রেন্ডসহ অন্যান্য লোকজনের নিকট জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পরীক্ষার রেজাল্ট পরিবর্তন করে দেয়ার কথা বলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার তথ্য পাওয়া যায়। আটকের পর রাসেল আলম শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রাসেলের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা প্রক্রিয়াধীন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close