বিশ্বজুড়ে

সুদানে সামরিক অভ্যুত্থান, জরুরি অবস্থা ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্ক: সুদানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বেসামরিক সরকার বিলুপ্ত ঘোষণা করেছেন সেনা কর্মকর্তা আবদেল ফাত্তাহ আল-বুরহান। দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সোমবার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যকে গ্রেফতারের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও ভেঙে দেওয়া হয়েছে।

এদিকে, সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরোধিতায় রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন দেশটির গণতন্ত্রকামী জনগণ। এ সময় গোলাগুলির শব্দ শোনা যায় এবং কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অভ্যুত্থানের পর দেশটির বেশিরভাগ সরকারি দফতর, মন্ত্রণালয়, গণমাধ্যমের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। অভ্যুত্থানের পক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতি জানানোয় দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে প্রথমে গৃহবন্দি, পরে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়।

মন্ত্রণালয় বলছে, অভ্যুত্থানের বিরোধিতায় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। রাজধানী খার্তুমে সেনাবাহিনীর সদর দফতরের কাছে বিক্ষোভে গোলাগুলির শব্দ শোনা গেছে। দেশটির চিকিৎসকদের এক সংগঠন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে বলেছে, বিক্ষোভে গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি।

Related Articles

Leave a Reply

Close
Close