আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ, মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় ফার্মেসীর দোকানে অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ ভারতীয় ২২ ধরণের ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ডে সুফিয়া ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ভারতীয় অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে জামগড়ায় অভিযান চালায় ঔষধ প্রশাসন অধিদপ্তর।। এসময় সুফিয়া ফার্মাসীতে অভিযান চালিয়ে ২২ ধরনের বিক্রি নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়। এসময় তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঔষধ বিক্রির কারন জানতে চেয়ে নোটিশ দিয়েছে প্রশাসন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সৈকত কুমার কর জানান, ২২ ধরনের ভারতীয় নিষিদ্ধ ওষধ জব্দ করা হয়েছে। সুফিয়া ফার্মেসীর মালিকের বিরুদ্ধে ওষুধ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Close
Close