দেশজুড়ে

স্টেশন ম্যানেজারের চুরি হওয়া মোবাইল-টাকা উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সংবাদ সম্মেলনের সময় স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারের চুরি হওয়া মোবাইল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে আজিজ মোহাম্মদ (৪৫) নামের ওই চোরকে।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তার করা হয়েছে একই চক্রের আরও দুজনকে। তারা হলেন- রনি হাওলাদার (৪০) ও মো. জাকির হোসেন (২৫)।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি জানায়, সৌদি আরবে গাড়ি চুরি মামলায় তিন বছর সাজা হয় আজিজের। সাজাভোগ করে ২০১৮ সালে বাংলাদেশে এসে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নিয়ে একটি মাদরাসায় শিক্ষকতা শুরু করেন তিনি। কিছুদিন পর মাদরাসায় মোবাইল চুরি করে ধরা পড়লে তার চাকরি চলে যায়।

ডিসি সাংবাদিকদের বলেন, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে মোবাইল চোর চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের তথ্যমতে কমলাপুর রেল স্টেশন, গুলিস্তান গোলাপ শাহের মাজারসহ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৭টি উন্নতমানের চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

/এম,কে

Related Articles

Leave a Reply

Close
Close