দেশজুড়ে

অভিযোগ করায় ৬ ছাত্রীকে পিটিয়ে আহত, শিক্ষক আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শেরপুরে শিক্ষকের বেত্রাঘাতে ছয় শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ উঠেছে। এরমধ্যে, তিন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায়, ওই দিন রাতেই অভিযুক্ত শিক্ষক নূর ইসলামকে আটক করেছে পুলিশ। নূর ইসলাম ওই বিদ্যালয়ের একজন গণিত শিক্ষক।

জানা যায়, প্রধান শিক্ষকের কাছে শিক্ষক নূর ইসলামের বিরুদ্ধে শ্রেণীকক্ষে অশালীন কথাবার্তা বলার অভিযোগ করে শিক্ষার্থীরা। এতে ক্ষিপ্ত হয়ে ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদের বেত্রাঘাত করেন নূর। এসময় তিন শিক্ষার্থী শ্রেণিকক্ষেই অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শিক্ষার্থীরা জানায়, অভিযোগের কারণে ক্ষিপ্ত হয়েই তাদের বেত্রাঘাত করেন নূর ইসলাম। ইতিপূর্বেও ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছিলো শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। আর এ অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন।

পুলিশ জানায়, বিষয়টি খতিয়ে দেখার পর অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Close
Close