দেশজুড়েপ্রধান শিরোনাম

অবৈধ নিবন্ধনের সিম রোহিঙ্গাদের সরবরাহ, প্রধানসহ আটক ৫

ঢাকা অর্থনীতি ডেস্ক: কক্সবাজারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধন করা সিম বিক্রি চক্রের প্রধানসহ ৫ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (২৪ জুলাই) দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।

আটককৃতরা হলেন- জয় বিশ্বাস, জাহিদ, মো. ইলিয়াছ, মো. ফারুক ও সুজন সাহা। তাদের বয়স ১৯ থেকে ৩০ বছরের মধ্যে।

সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক জানান, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধন করা সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, শনিবার রাতে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ চক্রের ৫ জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close